ANTI STRESS এন্টি স্ট্রেস

উপাদানঃ প্রতি ১০০ গ্রাম এ রয়েছে-

নেট্রি ক্লোরাইড ৮ গ্রাম

ক্যালি ক্লোরাইড ১.২ গ্রাম

ভিটামিন সি ৫ গ্রাম

নেট্রি হাইড্রোকার্বনেট ২.৪ গ্রাম

ম্যাগনেসিয়াম সালফেট ০.২ গ্রাম

এক্সসিপিয়েন্ট Q.S.

ব্যবহার ক্ষেত্রঃ

• অত্যাধিক তাপমাত্রায় মুরগীর দৈহিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কার্যপ্রনালী বাধাগ্রস্ত হয়, খাদ্য গ্রহণ কমে যায়, পুষ্টির যথাযথ ব্যবহার বাধাগ্রস্ত হয়, ডিম উৎপাদন-ডিমের গুণগত মান কমে যায়, যার ফলে খামারী অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এন্টি স্ট্রেস ব্যবহারে এসব সমস্যার প্রতিকার পাওয়া যায়।

• অত্যাধিক গরমে মুরগীকে হিট স্ট্রোক থেকে রক্ষা করে।

• মুরগীতে ভ্যাকসিনেশনের সময় ধকল প্রতিরোধে এন্টি স্ট্রেস ব্যবহার করা যায়।

মাত্রা ও প্রয়োগবিধিঃ

১ গ্রাম এন্টি স্ট্রেস ১-২ লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে।

সরবরাহঃ ১০০ গ্রাম, ১ কেজি।

Country of Origin:

Vietnam